Prerequisites of QM: Chapter 1

 আমি এই এডিশনে কোয়ান্টাম বলবিদ্যার প্রাথমিক জ্ঞানের পূর্ব শর্ত নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পারবে। খুব সহজ একটি উদাহরণ দিলাম সম্ভাবনার উপর। তার মানে এই না, এই শাখায় এতো সহজ প্রশ্ন আসে সম্ভাবনার উপর! শেষে সংযোজন করলাম কিছু আলোকচিত্রের। বাংলা হিসাবে ব্যাতিচার কথাটা ভাল লাগলেও, পরে interference কথাটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই লেখাটা একটু ছোট করার কারণ এটা শুরু। পরে আরো বড় লিখতে পারি।হাতের লেখা জানিনা কেমন! আর শেষে বলি, শুরুটা দেরিতে হলেও আশা করি আর দেরি হবে না।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ