Photoelectric Effect: Chapter 2

 এই সংস্করনে আলোচনা করলাম বিখ্যাত আবিষ্কার আলোক-তড়িৎ প্রক্রিয়া (Photoelectric Effect) নিয়ে।বলা যায় এটি কোয়ান্টাম বলবিদ্যার প্রবেশদ্বার । আশা করি সকলে বুঝতে পারবে। আর হাতে আঁকা কয়েকটি খসড়া চিত্র দিয়েছি। কোনও প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট করে যাবে। আশা করি তৃতীয় সংস্করন নিয়ে খুব শীঘ্রই আসতে পারব। সময় সংক্ষিপ্ত(যদিও সময় আপেক্ষিক) থাকার দরুন ভিতরের কয়েকটি ক্ষেত্রে সংক্ষিপ্তকরন করতে হয়েছে। তবু আমি আশাবাদী যে আমার বোঝাতে অসুবিধা হয়নি। শেষে সংযোজন করলাম কিছু গাণিতিক রূপের। আর সকল পাঠকদের উদ্দেশ্যে বলি orthodox বিজ্ঞানের পাশাপাশি একটু unorthodox কিছু পড়া মন্দ নয়।

ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন

কিংবা স্ট্রিম করুন এখান থেকে

কেমন লাগলো জানার অপেক্ষায়,

ঋষভ রায়চৌধুরী


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ