Double Slit Experiment: Chapter 5

 একটা ক্ষুদ্র প্রয়াস করলাম দ্বি ছিদ্র পরীক্ষা বোঝানোর। একটা বিশাল বিষয় এর যেটুকু প্রাসঙ্গিক তাই আলোচনা করলাম। শেষে সংযোজনে গাণিতিক সুত্রায়ন করলাম। প্রতিটি বাক্যই মনোযোগ সহকারে না পড়লে এটা অনেকে বুঝতে পারে না। তাই অনেকটা ইনফরমাল ভাবে লিখলাম। শুনতে অবাক লাগলেও ইলেক্ট্রন এর সাথে এর প্রয়োগ হয় অনেক দিন পরে, ৬০এর দশকে। আলোর সাথে পরীক্ষা টি হাতের সাথে করা যায়। আলোর দিকে তাকিয়ে তার সামনে আঙ্গুল রাখলে যে interference pattern হয় তা কণার মতো। যাই হোক, আজ আর না। কেমন লাগলো তা জানাবেন।

ইতি,

ঋষভ রায়চৌধুরী


স্ট্রিম করতে ক্লিক করুন

ডাউনলোড করতে ক্লিক করুন

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ